ঈদের ছড়া।
ঈদ এলো ঈদ এলো
বইছে সুখের হাওয়া।
সবে মিলে হবে মজা
এইতো ঈদের চাওয়া।
ঈদ এলো ঈদ এলো
খুশির আমেজ ছড়িয়ে।
অন্যর মুখে হাসি মেখে
জীবন টা দাও ভরিয়ে।
ঈদ এলো ঈদ এলো
আবার বছর ঘুরে।।
দুখীর দু:খ মুছতে ,
নাও আপন করে।
ঈদ এলো ঈদ এলো
নিয়ে সুখের গান।
তুমি আমি এক দেহ,
এক প্রভুর দান।
ঈদ এলো ঈদ এলো
ভাঙতে হিংসা বিভেদ।
ধনী দেবে গরীব কে,
ধরবে না কেউ ই জেদ।
ঈদ মানে আনন্দ
ঈদের খুশি সর্ব জনে।
সুখ দুঃখ ভাগ করে,
মেতে উঠি আপন মনে।
ঈদ এলো ঈদ এলো,
বিলিয়ে দে রে তুই কিছু।
সবাই মিলে ভাগ করে,
হাটো সুখের পিছু পিছু।
ঈদ এলো ঈদ এলো
খোঁজ কে গোমড়া মুখে।
ভালোবাসার মলমে,
ক্ষত সাড়িয়ে টান বুকে
ধমক,,,,,
আরে মিয়া বলেন কি?
এভাবে কি চলে?
ঈদের খুশি ছড়িয়ে,
যাক গড়িয়ে গড়িয়ে!
কিছুটা, আমাদের বাড়ি!
টাকা চাই লে মুখ ভার!
পকেট না খোলে!
তাইতো করি কাড়াকাড়ি!
তর্জনী না বাকালে কি,,,,,,,,,?
এলাকায় নতুন আইছেন,
ক্লাবের চাঁদা না দেন যদি,
নিজের কপাল নিজে খাইছেন।