ধ্যাত্তেরী ধ্যাত্তেরী ধ্যাত্তেরী,
ভালো লাগে না কিছু কি করি?
মন চায় উড়ে যাই।
মাটি ফুরে ঘুরে যাই।
ভেঙে সুব জারিজুরি।
ধ্যাত্তেরী ধ্যাত্তেরী ধ্যাত্তেরী,
গাড়ি আসছে সাড়ি সাড়ি।
কোনটা তে চড়ি।
কোথায় গিয়ে পরি।
হাতে নাই যে কানাকড়ি।
ধ্যাত্তেরী ধ্যাত্তেরী ধ্যাত্তেরী
সারাদেশে চলছে চুরি চামারি,
নেতার পরে নেতা আসে,
দূর্নীতি তে জনগণ ফাঁসে,
গণতন্ত্রের ফাঁকা বুলি।
ধ্যাত্তেরী ধ্যাত্তেরী ধ্যাত্তেরী,
অনেকে টাকা কামায় কাড়ি কাড়ি,
আমি শুধু দেখে যাই,
ছেড়া বসনে ঢেকে যাই,
ছিড়ি মাথার চুল গুলি।