জীবনের দিনগুলো দ্রুত কেটে যায়।
যমদূত ডাকে কেবলই ইশারায়!
সুন্দর এই ভুবন ছেড়ে যেতে নাহি মন চায়!
সাধ্যি কার বল যমদূত কে তাড়ায়?
এক মিনিট আগে ও নয় নহে ১ মিনিট পরে!
"খোদা কর্তৃক আদিষ্ট হয়ে রুহ কবয করে "!
কোন পথে আসে সে কোন পথে যায়?
কোন দল করে সে? উৎকোচ কি কভু খায়?
কেমনে ঠেকাই বলো?- পাপের পাল্লা যে ভারী!
বাচতে চাই আরও ঢের!- যেতে চাই না ভুবন ছারি!
জীবনের দিনগুলো সব গেলো হেলা ফেলায়।
"সম্বিত ফিরলো এখন গোধুলি বেলায় "
সে যে কোথায় আছে বলো?- জানতে চাই খোঁজ!
বলব!-"আমি কিন্তু হোমরাচোমরা ভালো করে বোজ!"
ভালো বংশের পোতা আমি, শিক্ষিত ঢের!
প্রাণবায়ু আস্তে টানিস,পাই না যে টের!
বিভিষিকা বদন তোর প্রকাশ করিসনে!
আলতোভাবে টেনে বের করিস!- নির্দয়ভাবে ধরিস নে!
তোকে দেখে যদি ভয়ে গলা শুকিয়ে কাঠ
১ফোটা জল যোগের সময় দিস! মারিস না তুই ঝাট!
তোর তরে মিনতি দেখাস নে রুহ কে ডর।
তার মনোরঞ্জনের জন্য দুনিয়া কাপাতাম থরথর!
কত কর্ম করেছিলাম,কত ভাবে করেছি আয়।
অনুপস্থিতিতে সেই সম্পদ বেহাত হয়ে যায়!
আসিস তুই অবুরে সবুরে!- এতো কেন তাড়া?
এই
এটা বাদেও  তোর অনেক রুহু আছে
শিডিউলে!
আমার ত নেই এই একটি মাত্র রুহু ছাড়া!
গোচ গাছ করে নেই তারপর দিব তোরে খবর।
এখন এইদিক আসিস না,করনা একটু সবর!