তোমার জন্য মনটা আমার আকুপাকু করে।
অহিনকুল সম্পর্কে ফেলেছো আমায়-
অকুল পাথারে।
অচল পয়সা ভাবছো হয়তো!
তাইতো অমৃতে অরুচি!
আমায় ব্যবহার করে আখের গুছিয়ে,
এখন ভাবছো অশুচি!!
কাষ্ঠ হাসি বুঝিনি তোমার,
ছিলে তুমি গভীর জজলের মাছ!
আক্কেল সেলামী দিচ্ছি তাই
"চশমখোর" শয়তানি বুদ্ধি কোথায় তুই পাস?
ঘানির বলদ হয়ে খেটে গেলাম,
ছাপোষা- ছেলের হাতের মোয়া।
তোর গোলক ধা - ধায় আটকে গিয়ে,
অন্ধের যষ্টি গেল আমার খোয়া।
তোর ছায়া মারানো ঢাকঢাক গুড়গুড়!
গরীবের ঘোড়া রোগ নয়তো কি?
দুধের মাছি এখন তোর চারিপাশে,
এরা তুলশী বনের বাঘ - সুযোগ সন্ধ্যানী!
সাপের পা দেখেছিস হয়তো!
সুখের পায়রা তাই ত চারপাশে ওড়ে!
মিছরির ছুরি দিয়ে আঘাত দিবে।
সখ্যাত সলিল আনিস নাতো হৃদয় ভোরে।
ভুতের বাপের শ্রাদ্ধ করবো না আর!
ওজন বুঝে চলতে হবে বেশ।
হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছিস যেহেতু!
হাড়ে বাতাস লাগিয়ে খুজবো সুখের দেশ!
।প্রেয়সীর কাষ্ঠ হাসি
এম এ মিজান
১৮/১১/২০২২