দাও খোদা দাও বাংলাদেশে
শান্তি সুখের ছোয়া।
হাজার বছর বেঁচে থাক,
হাত তুলে করি দোয়া।
দাও খোদা দাও বাংলাদেশে,
সোনালী ফসল খুব।
তা খেয়ে তোমার ইবাদতে,
দিয়ে দিব মোরা ডুব।
দাও খোদা দাও বাংলাদেশে,
সম্পদ রাশি রাশি।
সেজদা লুটিয়ে যাব মোরা
মসজিদে চলে আসি।
দাও খোদা দাও বাংলাদেশে,
সুখ সমৃদ্ধ জাতি।
তোমার গুণগান গাইবো,
হইয়া আপন ভ্রাতি।
দাও খোদা দাও বাংলাদেশে,
ক্ষুধার কষ্ট নাশ।
তোমার কীর্তি গাইব তব,
নাজাতের করে আশ।
দাও খোদা দাও বাংলাদেশে
জ্ঞানের চারণ ভূমি।
জ্ঞানের আলোতে আলোকিত,
হোক ধরিত্রীর জমি।
দাও খোদা দাও বাংলাদেশে,
দেশপ্রেম বৃদ্ধি করে।
সাহসী বীর জন্ম নিক,
বাংলার ঘরে ঘরে।
দাও খোদা দাও বাংলাদেশে,
ন্যায় নীতির শাসক।
সঠিক দেশ চালিয়ে যাবে,
হবে না শ্বৈর শাসক।
দাও খোদা দাও বাংলাদেশে,
এমন কিছু পৌছিয়ে।
তলা বিহিন ঝুড়ি " কুনাম"
যায় যেন ঘুছিয়ে।