আয়গুলো সব আগের মতো ই,
ব্যায়গুলো ছুটে দৌড়ে।
ব্যয়ের লাগাম টানতে টানতে,
ভুলে যাই প্রিয় বৌরে।
সাধ করিয়া ঘরে বউ আনিয়া,
যেই না ঘোমটা খুলি।
বউ কয় স্বামী ভীষণ দামি,
মেকাপ উঠবে তুলি।
সাবান, স্নো, প্রসাধনী কিনতে,
পরে বউয়ের চাপে।
দাম শুনিয়া ভিরমি খাইলাম,
মাথা ভিজে তীব্র ভাঁপে।
আয়ের শরীর দুর্বল - ভীষণ,
বারবার হয় কাত।
নিত্যকার যুদ্ধ লড়তে হয়,
জোটাতে দু মুঠো ভাত।
বাজার মুল্য পাগলা ঘোড়া হয়ে,
ছুটে চলে ভনভন।
ধরতে গেলে ই পালিয়ে বেড়ায়,
মাথা ব্যাথা টনটন।
সকালে পণ্যের যেই দাম থাকে,
রাতে পাই দ্বিগুণ!
ঘন্টায় ঘন্টায় জ্বালায়,
পণ্য দামের আগুন।
এমন করে চলতে যেয়ে দেখি,
বোয়ের মুখটা কালো।
মেকাপ বাদে বৌ টা আস্তে ধীরে,
হয়ে যাচ্ছে যে কালো।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে,
পাইনা বৌয়ের মন।
দোহাই তোদের দাম কমিয়ে দে,
করতে দে বৌ আপন।
এতো সাধের বৌ বুঝি অবশেষে,
হারাব দামের ফেরে।
দাম বাড়িয়ে যারা কষ্ট দেয়,
প্রভু সুখ নাও কেড়ে।
২) কালু,,,
কালু টানে বালু,
সাথে তার ফালু,
দুইজন মিলে,
করে পথ ঢালু।
কালু ফালু মিলে,
খুব মিল ঝিল,
কালু খায় ভাত,
ফালু শুধু গিল।
ফালু যায় মাঠে,
কালু থাকে ঘরে।
ফালু পাড়ে ফল,
কালু ঝুড়ি ভরে।
কালু খায় পানি,
ফালু গিলে ঢোক।
কালু ভাত রাঁধে,
ফালু দেখে জোক।
কালু ফালু মিলে,
ভীষণ দোস্তি,
মাঝে মাঝে বাধে,
লড়াই কুস্তি।
কালু পরে নিচে,
বলে ওরে গাধা!
তোর পিঠে রোদ,
আমি ছায়া - বাঁধা।
ফালু ভাবে সত্যি,
কালু খুব ভালা।
আমি বোকা - গাধা,
হয়ে আলাভোলা।
কালু আনে পানি,
ফালু দেয় জগে,
কালু ঝাট- মুছে,
ফালু তবু ঠগে?
কালু ফালু মিলে,
গলে গলে ভাব।
কালু পুঁজি খাটে,
ফালু করে লাভ।