বছর ঘুরে এলো আবার মাহে রমজান।
পবিত্রতা রক্ষা করে রাখো এর সম্মান।

বেশি বেশি কোরান পড়ে আমল কর খুব।
সুযোগ পেলে হাদিসে মারো তবে ডুব।

আবু হোরায়রা থেকে বর্ণিত মহা নবীর বাণী।
রাসুল বলেছেন দান সদকা করা পূণ্যের খনি।

পবিত্র উপার্জন থেকে দান কর খেজুর বা কিছু।
আল্লাহ তায়ালা কবুল করবে নেক যাবে পিছু।

পবিত্র বস্তু ছাড়া আল্লাহ কবুল করেনা অন্য।
উতকৃষ্ট বস্ত দান করলে জীবন হবে ধন্য।

তোমার দান যাচ্ছে চলে প্রভুর নিজ হাতে।
স্বীয় কুদরতে নিচ্ছেন দিচ্ছেন পুন্য সাথে।

কুদরতি হাতে নিয়ে তিনি উহা লালন করে।
উক্ত দান বহু গুনে বহু পরিমাণে যায় বেড়ে।

ছোট ঘোরার বাচ্চা লালন করে যেমন  কেহ
আল্লাহ তার নেক টা লালন করেন হুবহ।

একসময় এই ছোট নেক বেড়ে হয় পাহাড়
দাতা তখন  আশ্চর্য হয়ে বলবে এটা কাহার?

প্রভু বলবেন এ তোমার দান বেড়ে এত বেশি।
দাতা তখন খুশি হয়ে মারবেন মিষ্টি হাসি।

হাদিস খানা বুখারী ও মুসলিমে পাবে।
মন থেকে তাই সবে আমল করে যাবে।