দামে ছুটে ঘাম।
এম এম মিজান।
ইলিশের কেজি দুই হাজার।
কিনতে গিয়ে হই ব্যাজার।
আলুর দাম ষাট টাকা।
কিনতে যেয়ে হই বাঁকা।
মোটা চালের দাম ষাট।
দু- কেজি কিনে ছাড়ি হাঁট।
পঞ্চাশ টাকা আটার দাম।
কিনতে গেলেই ছুটে ঘাম।
সয়াবিনের মুল্য জানো?
দুইশো টাকা সাথে আনো।
মশুর ডালের দাম শুনে।
ফিট হয়েছে কয়েক জনে।
চিনির দাম টা হাতের নাগালে।
কিনতে পারবে একটু আগালে।
মরিচের গুঁড়ো খেতে হলে।
তিনশত টাকা যাবে চলে।
হলুদের গুড়ো কিনতে গিয়ে।
অনেকে বলে করবে না বিয়ে।
আদার ঝাঁজ খুব ই বেশি।
দাম শুনে শিথিল হয় পেশি।
পেয়াজ কিনা নয়তো সোজা।
কিনতে গেলে হতে পারো খোঁজা।