দাপট,,,,,
,,,,,,,,,,,,,,
টাকা যদি থাকে তোমার,
অনুষ্ঠানের চিপ গেষ্ট!
অন্যায় যতই করো না,
তুমি বেটার তুমি ই বেষ্ট।
😃😃হাতে যদি টাকা হয়
,,,,,
হাতে যদি টাকা হয়
হালের গরু পাকা হয়
ভোজনেতে ডাকা হয়!
আলিশান প্রাসাদে তে
রাজা বেশে থাকা হয়!
হাতে যদি টাকা হয়।
মসজিদের কমিটি তে,
সভাপতি রাখা হয়।
হাতে যদি টাকা হয়
সমাদরের মিশ্রণে
গায়ে তেল মাখা হয়!
হাতে যদি টাকা হয়,
আচরণের আঁচড়ে
পথ ঘাট ফাঁকা হয়।
অমুক তমুক নামে
মিয়া সাব ডাকা হয়।
সমাজের নানা কাজে,
নানা ভাঁজে রাখা হয়।
হাতে যদি টাকা হয়,
সবে তার নাম লয়।
সম্পর্ক গড়ে তুলে,
ফুফা, মামু, খালু হয়!
হাতে যদি টাকা হয়!
সব কাজে সব ভাঁজে
মুখ চেপে রাখা হয়।
স্বার্থের কষাঘাতে
ছলনা আঁকা হয়!
হাতে যদি টাকা হয়!
গুলশানে থাকা হয়!
শখে বখে শিকলে তে
কুত্তা পেলে রাখা হয়।
মজাদার খাবারে তে
নিত্য জিভ চাখা হয়।
ভুড়ি ফুঁড়ি ঊর্ধাকাশে
বায়ু ছেড়ে নাঁকা হয়।
হাতে যদি টাকা হয়
বইয়ের পাতা জুড়ে
হাবিজাবি লেখা হয়!
মরণের আগে পরে
নামে ধারা রেখা হয়।
হাতে যদি টাকা হয়
আরো কত কিছু হয়।
পাপের পাহাড় চেপে
ভালো জন হয়ে রয়।
বলা যাবে এই কথা?
মনে কিছু আছে ভয়।
,,,,,,
হাতে যদি টাকা হয়,
জামাই-কদর হয়!
শাশুড়ী আদুরে গলে
আব্বু বলে ডাক লয়!
হাতে যদি টাকা হয়
দানশীল নাম হয়!
অফিস ও আদালতে
অতিদ্রুত কাম হয়।
হাতে যদি টাকা হয়!
বন্ধুর ভীড় হয়!
মুরিদান চারিপাশে,
মূর্খ ও যে পীর হয়!
,