গরু- মহিষ ভেড়া ছাগল,
আরও আছে যতো পশু।
সব পশুর ই দাবি আছে,
বলছি তোমাদের কিছু।
সুদের টাকা নিয়ে কিনতে,
তোমরা যেওনা মোদের।
হালাল টাকায় যে কিনবে,
আমরা হবো ওদের।
ফাইল আটকে ঘুস খেয়ে,
যে টাকা করেছো আয়।
ঘুসের টাকায় কিনো যদি,
পশুর মান যায়।
গরীবের হক মেরে দিয়ে,
হইলে মালামাল।
আমাদের তোমরা কিনোনা,
পশুরা দিবে গাল।
গরীব কে না দিয়ে আটকে,
রাখবে ফ্রিজে ভরে।?
আমাদের মাংস অনাহারী কে,
খাওয়া পেট ভরে।