১) পোরা ক্ষত
অতি শিক্ষিত বৌ সে,
করেনি কভু রান্না।
রান্নার আগে তাই
জুড়ে দেয় কান্না।
শাশুড়ী বলে শুনো,
আমি নেই বেশি আর।
কিছু কিছু শিখে নাও।
জীবন টা হবে পার।
বৌ বলে পারি বেশ,
রুটি বেলে করি গোল।
খেতে চাইবে আবারো,
যদি কেউ খায় ঝোল।
খেতে বসে শাশুড়ী,
দেখতে তো খুব ভালো।
মাঝে মাঝে দেখি যে,
ছোট ছোট দাগ কালো।
বৌ কয় হেসে হেসে,
কালো দাগ যাবে সেরে।
পোরা ক্ষতে লাগিয়েছি,
মলমের বাঁটা নেড়ে। 😃😃
২) ওজন,,,,
শাশুড়ী রেগে গিয়ে,
মুখে লাগাম টান!
নয় মাস পেটে ধরে,
বহন করেছি জান?
কিযে কষ্ট ছিল,
চার কেজি ওজন বহা।
এখন তো তাকে নিয়ে,।
আনন্দ করো মহা।
বৌ কয় শোনেন মা,
চার কেজি বহে এ-তো?
আমি যে ৭৫ কেজি
বহি অবিরত!!
৩) কালো দেহ
কলিমদ্দির বৌ,
জেন জাদু জানে।
এ গাঁ থেকে অই গাঁ
সুনাম সবখানে।
বিয়ে বা মেজবান,
সামাজিক ভোজনে।
রান্নার কাজে তাই,
ডাক দেয় স্বজনে।
আকীকা বা জেবতে,
অন্য খানার দাওয়াতে,
অনুষ্ঠান মাটি হয়।
তার না যাওয়াতে।
সে যদি রান্না করে,
ডাল বা নিরামিষ।
অমৃত যেন ফেল!
সবে কয় আরো দিস।
কালো দেহে আলো করে,
হৃদয়ে তার স্থান।
রুপে চোখ জুড়ায়,
গুণে জুড়ায় মন-প্রাণ.