(১) গরু
তুমি মা কল্পতরু!
আমরা হলাম গরু!
ঘাস, লতাপাতা যিনি দেন।
মানি তাকে গুরু।
ফেনের সাথে খৈল মিশিয়ে,
কিংবা কাঁচা ঘাসে,
শুকনো খর- বাঁশে।
দিন টা করি শুরু।
মেনে তাকে গুরু।
শিং তাইতো বাঁকা,
মাথায় গুঁজে রাখা।
গুতাগুতি করিনি তব শুরু।
ঘাস লতাপাতা যিনি দেন
মানি তাকে গুরু।
যদি কুচকাও ভ্রু!
কাম হবে যে শুরু।
"দুধ দুইতে লাথি "
কেঁদে ওঠে নুরু।
- আমরা হলাম গরু।
২) ব্যাঙের বিয়ে
আষাঢ় মাসে বিষ্টি হলে
ডোবায় জমে পানি।
ব্যাঙের নতুন বিয়ে হবে।
ঘটক উঁই রাণী।
বরযাত্রী ছাতা মাথায়,
এলো ডোবার পাড়ে।
ঢোরা সাপে হামলা চালায়,
বৌ নিয়ে নেয় কেড়ে।
কানী সাপে হামলা করে,
বরের নিলো ঠ্যাং।
মনের দুখে ব্যাঙ তাই,
ডাকে ঘ্যাংর ঘ্যাং।
৩) আন্ধা,,,,
ছাগল পালে পাগলে,
হাঁস পালে আন্ধায়।
সন্ধ্যা হলে -
কান্দায়
(গ্রাম্য ছড়া)
৪)৷গ্রাম্য খনার বচন ,,,,,,
ক্ষুধা রেখে খাদ্য খেও,
তৃষ্ণা রেখে পানি।
নিয়ম মতো কাজ করলে,
সুস্থ দেহ খানি।
শিক্ষিত লোকে ঝগড়া করে,
রেখে অন্যর মান।
মূর্খ্য লোকে ঝগড়া করে,
মুখে থাকে না বান।
সৎ লোকে র সঙ্গী হলে
খায় বাটার পান।
অসত লোকের সঙ্গী হলে,
কাটে দুই কান।
সৎ পথে ভ্রমণ করো,
যদি ও হয় দেরি।
অসতী নারী বিয়ে করোনা,
যদি ও হয় পরী।
যত্নবান পুরুষ অধিক ভালো,
যদি ও গরীব হয়।
স্বামী -স্ত্রীর একজন বোকা হলে
সংসার দীর্ঘদিন রয়।
প্রেমের জন্য সুন্দরী ভালো।
সংসারের জন্য কালো ভালো।
ভালো কাজ ছোট হলেও,
ছারবে না তুমি কভু।
চরিত্রে র মধ্যে জিইয়ে রেখোনা,
ছোট দোষ যদি ও হয় তবু।