বেলা ফুরিয়ে এলো!
এখন ই সময় জীর্ন ধরণীর ঘুর্নায়মান জীবনের বিকাশ ঘটানো!
তুমি নির্লিপ্ত! ভাবলেশহীন?
তোমার জন্য অপেক্ষায় গোটা মানব জাতি"
তোমাকে নামতেই হবে, পর্যঙ্কে শিমুল তুলোর উপাধানে আর ঘুমিয়ে ঘামিয়ো না!
তোমার বর্জাঘাতে সুচিত হবে সোনালী ভোর।
তোমার আজ বড্ড প্রয়োজন!
বিশ্বজয়ী ওমর, আবু বকর, খালেদ ইবনে ওয়ালিদের রক্ত রাঙা প্রভাত ছিনিয়ে আনতে তোমাকে প্রত্যুদ্গম হতেই হবে!
তোমার পায়ের ছাপ আঁকতে হবে ধূলিময় মরুর গায়ে!
শ্বাপদসংকুল প্রান্তর আপদ হীন প্রতিপন্ন করতে হবে না?
সমুদ্রের তলদেশ সেকে মণি- মুক্তোঝরানো অলঙ্কার তোমার গায়ে কান্তিমান হবে!
,,,,,, তুমি অনুপম,অনন্য, অসাধারণ!
জাতির বিপ্লবের জন্য অগ্র সেনানী তুমি।
তুমি এগিয়ে আসলেই রচিত হবে নব ইতিহাস!
তুমি না এগোলে জাতির সর্বনাশ!
দেখ! ধরণিভৃৎ তোমার ভ্রাতা শকুনির আঁচড়ে ফালা-ফালা!
ক্রন্দসীর দীর্ঘশ্বাস চারিদিক ভারী হয়ে গেছে!
অবুঝ পশুগুলো আদৌ কোন আশা করে না!
তাহলে তুমি ত হাইওয়ানে নাত্বেক!
গগনবিদারী নাদ তোমার নিত্যকার সাধ"!
তোমার নাদে জালিমের হৃদয়ে কম্পন সৃষ্টি কর!
অক্ষিগত রঞ্জন গোলক ছেড়ে হুংকার ছাড়ো!
জানিয়ে দাও তুমি ও আওয়াজ বুলন্দ করতে পার।
নিঃশব্দে মার খাওয়ার দিন শেষ!
সুদেআসলে আঘাতের বদলা নেয়ার এখন ই সময়!
কুশনে মাথা গুজে অশ্রু বিসর্জনের সময় নেই!
এখন ই প্রতিরোধ না করতে পারলে অরিন্দম হবে দুর্দান্ত