কোথাও এখন সন্ধ্যা ঘনিয়ে
কোথাও প্রত্যুষ বেলা!
কোথাও চলছে শোকের মাতম
কোথাও নব জাতক নিয়ে চাদের হাটের মেলা!
বসুধার মাঝে কেউ কি আছে বলো!
অজেয় ও অক্ষয়।
যে হারেনি কোন সমরে!
সে পায়নি কোন জয়?
জেতার আগে হারতে শেখো!
পরাজয়ে ডরেনা বীর।
সে-ই জেতে সম্মুখ রণে
যে ধীর ও স্থির!
সেই সফল! -ব্যার্থতায় যে
হারায় না মনোবল!
প্রত্যেক সফলতার পেছনে দেখ
হাজারো ভাগ্য বিড়ম্বনার ছল।
একবারে যা পার নি তুমি!
ভবিষ্যতে পারবে - পাক্কা!
আছার না খেয়ে কেউ হাটতে শেখেনি,
লগুড় না খেয়ে গতি পায়নি কোন চাক্কা!
সফলতার নেই কোন সংক্ষিপ্ত পথ!
দীর্ঘ শ্রম মেধা আর ধৈর্য -- সকল সফলতার গুল্মলতা!
সফলতার পথ কণ্টকাকীর্ণ - কায়ার মাজে ছায়ার ছোঁয়াখানি!
বড়ই আহ্লাদিত, জয় আনে - ভরিয়ে দেয় হৃদয় ফুলদানি!
,,,,,,,,,,,,,,,
এখন থেকে ই শুরু কর
কাজ রেখোনা কালকের জন্য বাকি!
সময়ের কাজ সময়ে করা
"সফলতার মূলমন্ত্র "- নাকি?
সময়ের যে দেয় দাম
সময় ঠকায় না কভু তাকে!
সময়ের সাহসী সন্তানেরা- ই,
সফলতার তালিকায় থাকে।
তোমার কাজ সঠিক ভাবে
চালিয়ে যাও নিপুণ ভাবে!
"সকল পেশা ই সম্মানজনক"
তাতে পেশাদারিত্ব ও সততা যদি থাকে।
তুমি অনন্য,অনুপম - জুড়ি মেলা ভার!
প্রত্যয় রেখে বুকে এগিয়ে যাও--
বিজয় কেতু ছিনিয়ে আনতে
করোনা হেলাফেলা আর!
তুমি সাহসী, দুর্দান্ত,প্রত্যুদ্গম!
তোমার সময়ে তুমি সেরা!
লাথি মেরে ভেঙে ফেলো
জালিমের কলুষিত ঢেরা!
তুমি দুর্বিনীত, সর্বভুক শিখা
তোমার করে মুমূর্ষু পাবে
বেচে থাকার নব বিধি লিখা!