আমার বউ আমার চেয়ে লম্বা।
হাটলে মনে হয় যাচ্ছে ঐ খাম্বা

খেতে বসলে মনে হয় প্লেট সুদ্ধ খাবে।
মুখে পুরে চিবোয় গামলাতে যা পাবে।

রান্না করা অপছন্দ ভীষণ তার।
কেঁদে কেঁদে পেতে চায় তাই পার।

কখনো যদি বা কিছু রান্না করে।
বকাবকির চোটে যায় না থাকা ঘরে।

কখনো নুনের চোটে যায়না তোলা গালে।
কখনো মুখ পুরে তীব্র রকম ঝালে।

সাজতে ভালোবেসে আয়না রাখে সাথে।
নানারকম ক্রিম     মাখে দিনে ও রাতে।

কিছুক্ষণ পরপর লাইভে যায় ঢুকে।
দর্শকের সামনে হাজির নয়া লুকে।