বসন্ত বন্দনা,
এম এম মিজান
শীতের শেষে রাঙা বেশে,
বসন্ত দেখো এলো।
দখিনা বায়ু দোলা দিয়ে,
রুক্ষতা নিয়ে গেলো।
ঝড়া পাতার ন্যাড়া গাছের,
সবুজ পাতার দোল।
শিমুল গাছের শাখে বসে,
কোকিলের মধু- বোল।
শীতের শাসন উড়িয়ে,
ঝিরিঝিরি বায়ু এসে,
শিমুল গাছে রঙ দেয়
বড্ড ভালোবেসে।
ক্ষেতের পানে চেয়ে দেখি,
সবুজ রঙের খেলা।
অম্র লিচুর কলি দেখে ,
কাটে স্বপন - বেলা।
প্রকৃতি সাজ সাজ রবে,
পত্র পল্লবে সাজে।
তাইনা দেখে কবি মনে,
খুশির দোতারা বাজে।
বসন্ত নিয়ে আসে দেখো,
স্বপ্নের নয়া ভোর।
থাকিস না রে হেলায় বসে,
খোলরে এবার দোর