চলো সবাই বই পড়ি,,,,,,
,,৷৷৷৷৷৷৷৷
চলো সবাই বই পড়ি,
হাতের কাজের ফাঁকে।
চলো সবাই বই পড়ি,
বুজতে জীবনটাকে।
চলো সবাই বই পড়ি,
মনের খোরাক পেতে।
চলো সবাই বই পড়ি,
দু:খ ঘুঁচিয়ে যেতে।
চলো সবাই বই পড়ি,
মনের চোখ খুলতে।
চলো সবাই বই পড়ি,
নব সোপান তুলতে।
চলো সবাই বই পড়ি,
খুঁজে পেতে নব দিক।
চলো সবাই বই পড়ি,
বুঝতে ঠিক - বেঠিক।
চলো সবাই বই পড়ি,
আপন প্রভুর নামে।
চলো সবাই বই পড়ি,
জীবন গড়ার কামে।
চলো সবাই বই পড়ি,
অজানা- জানার লোভে।
চলো সবাই বই পড়ি,
প্রেম, প্রণয় - বিক্ষোভে।
চলো সবাই বই পড়ি,
ক্ষেতের আলের পাশে।
চলো সবাই বই পড়ি,
নিত্য কোন অবকাশে।
চলো সবাই বই পড়ি,
আঁচার অনুষ্ঠানে।
চলো সবাই বই পড়ি,
নিত্যকার অভিযানে।
চলো সবাই বই পড়ি,
বই কে করি আপন।
চলো সবাই বই পড়ি,
জন্ম থেকে কাফন।
চলো সবাই বই পড়ি,
বই বানাই সংগী।
চলো সবাই বই পড়ি,
শুধতে অঙ্গ ভংগী।
চলো সবাই বই পড়ি,
বই দেয় জ্ঞান কিরণ।
চলো সবাই বই পড়ি,
কারণ বা অকারণ।