লেখার শুরুতে বিসমিল্লাহ বলে,
লিখব কবিতা প্রভুর দয়া হলে।
পবিত্র গ্রন্থ যাতে নেই কোন ভুল।
সকল জ্ঞানের উৎস - এটা হলো মূল।
সুরা আহযাব এর তেরতম আয়াত।
প্রভুর বাণী যাতে ভুলে যাও জাত পাত।
প্রথমেই প্রভু বলেন হে মানব কুল।
জেনে নিও বুঝে নিও করোনা ভুল।
নিশ্চয় সকল মানুষ ধরনীর পরে।
এক নর এক নারী থেকে জন্মেছ ঘরে।
এর পরে প্রভু ভাগ করেন নানা জাতে,
গোত্র দেখে চিনতে পারো ভুল হয়না তাতে।
গোত্র প্রভু দেখে না দেখে সৎ কর্ম।
খোদা ভীতি যার সেই গ্রাহ্য পরম।
যাহাই তোমরা করোনা দেখে প্রভু সাই।
কোন কিছু তার নজরের বাইরে নাই।
আঁধারে লুকিয়ে কোন পাপ হলে।
প্রভুর নজরে ঠিক ই যায় চলে।
আলোতে পূণ্য - পাপ যা হয় দেখেন।
দুই কাধের দুই মুহুরী তা সব লেখেন।
প্রভুর কাছে লুকানো নাহি কারো সাধ্য।
প্রভুর কাছে ফিরতে সবাই হবে বাধ্য।
বংশ এবং জাতের বড়াই করোনা আর।
বড় বংশের কারণে পাবে না তো পার।
নিজ নিজ কর্মের দিকে রেখো খেয়াল।
প্রভু ঠিকই দেখেন যতই করো দেয়াল।
শেষ দিবসে কারো শিক্ষা দীক্ষা কিবা জাতে।
আমল দিয়ে বিচার হবে নজর দিবে না তাতে।
সময় থাকতে তাই নিজেকে শুধরে নাও।
পরকালে যাতে সবাই নাজাত পাও।