বই মেলা এলে তুমি,
লেখক পাঠক সব।
উন্মাদনায় মাতে,
শান্তির অনুভব।
তোমায় নিয়ে ভাবছে,
নবীন লেখক কত।
নানা স্বাদের লেখা,
লিখে তাই অবিরত।
প্রতিদিন ফুটে কত,
লেখার নতুন ফুল।
সেই ফুলের গন্ধে
মাতে পাঠক কুল।
একটি বই প্রকাশে,
কতটা কষ্ট সয়ে।
পাঠকের সাড়া পেলে,
মাতে উল্লাসে - জয়ে।
বই মেলা তুমি যদি,
জেলায় জেলায় হতে।
লেখক পাঠক ছুটে,
যেতো না ঢাকার পথে।
বই মেলা তুমি কেন,
বছরের অন্য মাসে।
বই প্রেমিদের জন্য,
থাকো না আসিয়া পাশে।
এবার তুমি দিবেই,
একটা অভ্যাস গড়ে।
মানুষ যেন সর্বত্র,
তার প্রিয় বই পড়ে।