বৈশাখ, ,,,,
যারা মানুষকে ঠকিয়ে খায়,
তাদের বউ পালিয়ে যাক।

জ্যৈষ্ঠ,,,,,,,,,,,
যারা মাজারে আগুন ধরায়,
কঠিন হোক তাদের কোষ্ঠ।

আষাঢ়,,,,,
যারা পরের ঘর ভাঙছে,
পড়ুক ঝরে তারা সর্বনাশার।

শ্রাবণ,,,,
বিশ্বাস ভঙ্গ করে যারা।
তাদে আসুক  মহা প্লাবন।

ভাদ্র,,,,৷

যারা কথার বেসাতি করে।
তাদের বিছানা হোক আদ্র

আশ্বিন,,,  
অন্যর জন্য যে কুয়া কাটে।
সুখ পাবেনা সে কস্যিন।

কার্তিক,,,
যারা নয় ছয় করে খায়,
  ক্ষতি হোক তাদের আর্থিক।

অগ্রহায়ণ,,,,
যারা হারাম ভক্ষণ করে,
পেটে গ্যাস হোক অতিশায়ন।

পৌষ,,,,,,,
যারা অন্যকে নীতি শেখায়,
তাদের ঘরে দূর্নীতি হোস।

মাঘ,,,,
যারা গরীব কে ঠকায়,
তাদের খাক বনের বাঘ।

ফাল্গুন,,,,

ধর্মের নামে অধর্ম করে,
কেটে যাক তাদের আনফুন(নাক)

চৈত্র,,,,
যারা মানুষকে ট্রল করে।
তারা হোক হাসির পাত্র।