তুমি কি ভেবেছিলে?
বাংলার আকাশে শকুন উড়বে?
তুমি কি ভেবেছিলে?
বাংলার জমিনে হায়েনা ঘুরবে?
তুমি কি ভেবেছিলে?
বাঙালি কে করাঘাত করে রাখতে পারবে?
না!না! না"
এ সম্ভব নয়!
বাঙালি আজ জেগে উঠেছে!
বাঙালি শান্তিপ্রিয় ;কিন্তু প্রয়োজনে মরণ কামড় দিতে জানে।
বাঙালি উষার দুয়ারে আঘাত হানে!
রাঙা প্রভাত ছিনিয়ে আনে।
বাধার বৃন্দাবন ডিঙিয়ে চলে।
চোরা কাটা আর বিচ্ছুটি পায়ে ডলে।
তুলে নিয়ে আসে কান্তিমান বনকমল!
ঝড় জলোচ্ছ্বাস আর বৈরী আবহাওয়া মোকাবিলা করে!
একেকটা বাঙালি আজ বুড়োরোসকো!
বাঙালির থাবা নিখুঁত প্রাণশক্তির খোঁজ আনে!
এখান থেকে লাল সুর্য ছিনিয়ে নিতে পারবে না!
এখানে সবাই শেখ মুজিব!
যারা বর্জ কন্ঠে সমস্বরে ধ্বনি তোলে,
অরির উপর ঝাপিয়ে পড়ে!
এখানের মৃত্তিকার ক্ণা হেম সম!
এই হেম আমরা গায়ে মেখে সোনালী ফসল ফলাই!
এই ফসলের ভাগ আমরা কাউকে দেই না।
এই মাটি এই এই সবুজ তৃণ!
বাঙালির মন আনন্দে ভরে দেয়।
বাঙালি মাথা নোয়াবার নয়!
শীর উঁচু রেখে শেষ রক্তবীজ বপন করে
বারবার নিয়ে আসে ১৬ ই ডিসেম্বর!