কেকের গলায় দেবো না ছুড়ি
মোমবাতির মাথায় দেবোনা বৈশ্বানর!
রঙিন বেলুনে সাজবে না অলিন্দ
জন্ম সংগীতের হবে না সমস্বর।
নেবো না কারো পুষ্পকরথ
শুনবো না শুভকামনা কারো
নিরবতা ভাঙে এমন কিছু
তোমরা সবে না ই করতে পারো।
স্রষ্টার কোন খেয়ালে
বসুন্ধরার এই আলো বাতাসে
পাঠিয়েছেন করুনা করে
পৃথিবী আবাদের অভিলাষে।
স্রষ্টার এই ভিশন মিশন
করিতে পারি নি এক রত্তি ও!
ব্যার্থতায় বালুচরে কেবলই আটকে ?
এটা অপ্রিয় সত্যি ও।
সফলতার ঝুড়ি তে কেবলই কুড়িয়েছি
নিষ্ফলা নীরস সত্য।।
যতই ধাপাও যতই কাপাও
এই পৃথিবী থাকার নয় এক মুহূর্ত।
সবাই বলবে শুভ জন্মদিন
একটি দিন আয়ু বেড়েছে।
আমি বলব ভুল সে তো
একটি দিন আয়ু জীবন থেকে কেড়েছে!