দেখে এলাম ঘাটপার!
মস্ত এক বাটপার,
ওঁত পেতে বসে থাকে,
সবকিছু ই চাটবার।
কথার মারপ্যাচে,
বেচা ছাগল বেচে,
কিনে বেচে - বেচে কিনে,
যেদিন হাট বার।
অন্যর জমি বেচে।
মোম ও মমি বেচে।
অমুকের কাছে বেচে,
তমুকে আটবার।
চাকরি - প্রমোশন।
যার যা প্রয়োজন।
ফোনে ফোনে করে ঠিক।
ভুলেছে হাটবার।
ইউরোপের সব দেশে,
লোক পাঠায় হেসে হেসে।
পাসপোর্ট ভিসা নিতে ।
লাগেনা তার খাঁটবার।