বাংলাদেশের কি যে হলো,
কিছু কথা খুলে বলি।
যেই সরকার ক্ষমতায় আসে,
সেই যেন হয় অলি।
বিরোধী দল হয় শয়তান,
সব আইন তার জন্য।
নানা পদের মামলা দিয়ে,
করে দেয় জরাজীর্ণ।
ক্ষমতায় আসার জন্য যে,
ভালো ভালো কথা বলে।
ক্ষমতায় আসার পরে সে,
অপকর্ম করে চলে।
যতদিন তারা পাওয়ারে,
মিডিয়া থাকে অন্ধ।
ক্ষমতা থেকে সরে গেলে ই,
শোনায় কত গন্ধ।
অমুক নেতার এত কোটি,
দেশে বিদেশের বাড়ি।
ক্ষমতায় থাকতে বলে না,
অবসরে বলো ভারী।
কাগজে কলমে বলে থাকে,
ভিন্ন মতের কথা।
ক্ষমতা পেলে ই বিরোধী কে,
গলা চেঁপে ধরে অযথা।।
ভিন্ন মতের ভিন্ন পথে,
তাদের বড় এলার্জি,
বিরোধী দলে থাকলে কয়,
মত প্রকাশের আর্জি।