বাংলাদেশের অবস্থা ভাই খুব ভালো নেই।
কে চালায় সরকার বুঝিনা কিছুতেই।।

যেভাবে অপরাধ হচ্ছে আছি খুব ভয়ে।
দেশের মহামারি হয়ে বাড়ছে অবক্ষয়ে।

আইন কানুনের বালাই নেই সদা চলে ত্রাস।
প্রকাশ্য দিবালোকে ছিনিয়ে নিচ্ছে ঘ্রাস।

ধর্ষণ এখন মহামারী লজ্জা কেমনে  রাখি।
প্রতিদিন ই খবরে আসে থাকি মুখ ঢাকি।

মা বোনেরা বলছে চলতে ভয় পাই।
আতঙ্ক ঘিরে ধরে যেথা একা যাই।

মাগুরাতে আছিয়া র আট বছর হয়তো হবে।
ভগ্নিপতি কর্তৃক  রেপড!! - লজ্জা যে পাই তবে।

সি এম এইচের বেডে শুয়ে লড়ছে যমের সাথে।
রেপের বিচার এ দেশে কেন হয়না সাথে সাথে?

ডাকাত ধরার নামে দেখলাম গণপিটুনি সারে।
তীব্র প্রতিযোগিতা হচ্ছে কার আগে কে মারে?

খবরে দেখলাম কারো বাসা হচ্ছে প্রকাশ্য লুট।
ছাত্র জনতার দোহাই দিয়ে ডাকাতির নয়া রুট।

দেখলাম কোথাও সৎ বাচ্চা যাচ্ছে বিষে মরে।
সৎ মায়ে বিষ প্রয়োগ করেছে সবার অগোচরে।

কি অমানবিক জুলুম হচ্ছে বলতে লাগে লাজ।
বিরোধী দলের ধনসম্পদ খাচ্ছে সমন্বয়ক আজ।

মসজিদে ঢুকে খুন করে যায় পাষণ্ড সন্ত্রাসী।
কে বলো ধরবে তাদের কেইবা দিবে ফাসী?