বই পড়া খুব মজা।
যেই পড়ে সেই রাজা।

যেই পড়ে সেই খুঁজে।
জ্ঞান লুপে চোখ বুজে।

বই দেয় প্রিয় সুখ,
যেন বউ লাল টুক।

বই পড়ে জ্ঞান বাড়ে,
জ্ঞান -আলো দুখ কাড়ে।

বই পড়া বেশি বেশি।
সুখ দেয় রাশি রাশি।

একা থেকে ব্যাথা যার,
প্রিয় সঙ্গী  হোক তার।

পূর্বে যাহা ঘটে ছিলো,
বই থেকে জানা গেলো।

ধর্ম ভীরু যদি হও।
বই থেকে নীতি নাও।

বই পড়ো অবসরে।
কাজে - কর্মে মন ভরে।

বই পড় পথে ঘাটে।
বই পড়ো ক্ষেতে- মাঠে।

বই নিয়ে কেটে যাক।
সময়ের যত বাক।

বই পড়ো বলি সবে,
বই পাঠে খুশি রবে।

বই পড়ো বই পড়ো,
যত পারো যত পারো

অবহেলা নাহি করো।
বই থেকে জ্ঞান ধরো।