বাংলা আমার মায়ের ভাষা,
বাংলা প্রাণের বুলি।
বাংলা নিয়ে কাটুক আমার,
জীবনের দিনগুলি।
বাংলা আমার নিত্য নতুন,
আবেগ -মায়ার ভাষা।
বাংলা ভাষায় কেদে উঠে,
বাংলাতে হয় হাসা।
বাংলাতে হয় গেয়ে চলা,
নতুন দিনের গান।
বাংলা ভাষা খোদার যেন,
অনুপম এক দান।
বাংলা যেন শীতল করে,
তপ্ত হৃদয় খানি।
বাংলা ভাষার মান রাখতে
তাই হই পেরেশানি।
বাংলা ভাষার জন্য যারা,
করলো জীবন দান।
তাদের তরে লাখো সালাম,
ক্ষমা করো হে মহান।
বাংলায় যেন আমার দেহ,
মাটিতে দেয় কবর।
বাংলায় যেন প্রচার করে
আমার শেষ খবর।