নানান রকম বদ অভ্যাস,
     নানান রকম খারাপ কাজে।
দুনিয়াটা ক্রমেই পাপে ভারী,
   কিশোর যুবক পরছে লাজে।

নীল ছবির নীল দংশনে,
   কিশোর যুবক বিপথগামী।
সামাজিক অবক্ষয় বাড়ছে,
   সুস্থ যৌবন যে অস্তগামী।

হাজারো নেটিজেন অন্ধকারে,
    একা একা নীল সর্পের ছোবলে।
প্রতিনিয়ত হাড়িয়ে যাচ্ছে,
   অপসংস্কৃতির কবলে।

বাঁচার উপায় : একা,,,,

একা থাকা কখনো ই,
   যাবে না যে ভাই।
সৎ লোক বেছে নিয়ে,
  বন্ধু করা  চাই।

একা পেলে শয়তানে,
   ডাকে নিরালায়।
কু অভ্যাস ছেড়ে দিতে,
  থাকো লোকালয়।

,,,কাজে যুক্ত থাকা,,,,

অলস মাথায় নিত্য,
  ঘুরে নানা ছল।
কাজে আসে অর্থ- সুখ,
আসে মনোবল।

মাথা যবে বিজি রবে,
   নানা কাজ নিয়ে।
কুচিন্তা চলে যাবে,
   ঝেটিয়ে -খেদিয়ে।

,,,,,, স্রষ্টার ভয়,,,,,,

স্রষ্টার ভয় যদি,
  না থাকে তোমার।
যে কোন কাজেই তুমি,
   পাপী বেশুমার।

কুচিন্তা যদি কভু,
   মনে দেয় হানা।
প্রভুকে জপো নিভৃতে,
  বলো,- এটা মানা।

কুদৃশ্য যদি নয়নে,
  উপভোগ করো।
প্রভু শীশা ঢেলে চোখে
  দিবে তোমারও।

,,,,,ভালো বই পড়া,,,,

বই পড়ি আনন্দে,
  বই পড়ি দুখে।
ভালো বই ছাই দিবে,
  কুচিন্তার মুখে।

যতটা সময় পাও,
  বই পড়ে যাও।
নতুবা প্রকৃতি থেকে
  সবুজ কুড়াও।

কুচিন্তা যদি তবু,
  মেলে ডালপালা।
ত্বরা করে যাও
  যেথা ধর্মশালা।


,,,,,সুস্থ বিনোদন,,,,

আত্মার বিনোদনে,
  মাঝে মাঝে কভু।
শিক্ষামূলক ভিডিও
   মজা লুটো তবু।

এড়িয়ে যাও সেসব,
  ভুলে চালায় পা।
সুস্থ যৌন জীবনে,
   পর্ন আর না!না!