পাশের বাসায় হচ্ছে যে কি
বুঝতে পারি না মোটেই।
হাসির শব্দ পাই কতক,
কান্নার শব্দ ও আসে ছুটে ই!
হাসি কান্নার যুগল মিলন
ফেলেছে চিন্তায় ভাজ
প্রতিবেশীর অদ্ভুত কান্ড
দেখাও প্রতিবেশীর কাজ!
এগিয়ে গিয়ে দরজা যখন
করলাম খটাখট খট।
ভাবি এসে আচল টেনে
দরজা খুললো পটাপট পট।
বললাম ভাবি করছেন কি?
হাসি কান্নার মিলে।
বুঝতে পারি নি কিছু ই
কৌতূহল খাচ্ছে গিলে।
ভাবি জানায় স্বামী আমার
ভীষণ রকম জেদি।
নুন থেকে চুন খসলে ই
ফেলে সমানে কাদি।
আমার তখন খিলখিলিয়ে
ভীষণ হাসি পায়।
স্বামী আমার তখন কেবলই
আমার পিছু পিছু ধায়।
ধরতে না পেরে ছুরে মারে
বাটি ঘটি যা পায় কাছে।
লক্ষ্য ভেদ করতে ব্যার্থ হয়ে
কাদে আর কেবল নাচে।
আমার তখন অট্টহাসি
স্বামী কেদে ভাসায় বুক।
স্বামীর রাগের চেহারা টা
দেখতে লাগে ভীষণ সুখ।
পরক্ষণেই তার কান্নায়
আমি ও দেই কেদে!
স্বামী তখন কান্না থামাতে
কেবলই যায় সেধে।
স্বামী তখন আমার সাথে
জুড়ে দেয় আবার কাদা
আমি তখন হাসির ডোরে
কেবলই পড়ি বাধা।
আমার কান্নায় স্বামী কাদে
স্বামীর কান্নায় আমি হাসি।
এভাবেই কান্না হাসির সংসার টা
ভীষণ ভালোবাসি।
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
আয় ছেলেরা আয় মেয়েরা
মাদ্রাসাতে যাই।।
মাদ্রাসায় গিয়ে সবে
কোরান সুন্নাহভিত্তিক জীবন সাজাই।।
শিখব সেথায় আল কোরান
শিখব আল হাদিসের বাণী।।
রাসুলের দেখানো সরল পথে
সাজাই প্রিয় জীবন খানি।
মাতৃভাষা বাংলা শিখব।।
আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিখবো আরো।
আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হয়ে,
মাথা নোয়াব না সামনে কারো।।
শিখবো সবে স্রষ্টার গুনগান।।
লা শারিকা তিনি।
তিনি আদি ও অনাদি,
অক্ষয়,প্রেমময়,চিরঞ্জীব যিনি।
শিখব সবে ইসলাম সম্পর্কে
জানব- "অন্য ধর্মে নেই বাড়াবাড়ি"
পরমতে সহিঞ্চু হবো
অন্যর সম্পদ নিয়ে করবো না কাড়াকাড়ি।
শিখব সেথায় ইসলামের ইতিহাস
মুসলমানদের গৌরব ঐতিহ্যর কথা।।
অন্যায়ের বিরুদ্ধে তীব্র সোচ্চার হব
অনুভব করব মজলুমের কষ্ট - ব্যাথা।।
।
অসমাপ্ত,,,