আসুন তবে কলম ধরি,
মানবতার পক্ষে।
যা কিছু কল্যাণকর হবে,
ধারণ করি বক্ষে।
আসুন তবে এগিয়ে যাই,
দুস্থ লোকের পাশে।
সবটা দিয়ে চেষ্টা করে।
কাজ করি দু:খ হ্রাসে।
আসুন তবে সাহস দেই,
হতাশায় যারা ভোগে।
মনোবল বাড়াতে চলেন,
কাজ করি একযোগে।
আসুন তবে শুনি তাদের,
অব্যাক্ত কষ্ট গুলি।
এমন কিছু করতে হবে,
ব্যাথা যায় যাতে ভুলি।
আসুন তবে এগিয়ে দেখি,
দুর্দশায় কারা আছে।
পথের পাশে ধুলোর মধ্যে,
ধুকে ধুকে মরে- বাঁচে।
আসুন তবে হাত বাড়াই,
রোগে ভোগে আছে যারা।
চিকিৎসা নিয়ে ভালো ভাবে
জীবন কাটাক তারা।
কবিতা : আসুন তবে
কবি : এম এম মিজান