আমার বেলায় নিয়মগুলো,
অনিয়ম হয়ে যায়।
কাঁদার সময় কেন যেন,
খিলখিল হাসি পায়।
আমার বেলায় নিত্যনতুন,
ঝামেলা ঝক্কি আসে।
আপন মানুষ পর হয়ে,
কেউ থাকে না পাশে।
আমার বেলায় তীব্র রোদে,
বৃষ্টি মুষল ধারে।
মাথার উপর ছাতা ধরে,
কেউতো আগায় নারে।
আমার বেলায় ফুলে ফুলে,
নেই তো কোন ই রঙ।
সবার বেলায় সঠিক যা-
আমার বেলায় ঢঙ।
আমার বেলায় বাড়া ভাতে,
উড়ে এসে পরে ছাই।
হাতের সামনে জহরত,
ধরতে গেলে ই নাই।
আমার বেলায় পাকা ধানে,
নিত্য দেয় কেউ মই।
বিচার দিলে আসামি হই,
মোটেই যে ভালো নই।
আমার বেলায় পদ্য লেখা,
ছন্দের পায়ে কোপ।
ফুল বাগিচা গড়তে যেয়ে,
হয়ে যায় বুনো ঝোপ।
আমার বেলায় রাত্রি জাগা,
চাঁদের আলোয় চলা।
সংবিধানে কঠিন ভাবে,
ধমকের সুরে বলা।
আমার বেলায় কারো কারো,
চুলকানি হয় শুরু।
বলদা ও জ্ঞান দিতে এসে,
সাজে জ্ঞানী গুনী গুরু।
(কয়েকদিন অনবরত প্রচেষ্টার পর আজ ঘুমে যাবার আগে আসরে ঢুকতে পারলাম। তাই রাত১২:৪০ এ বিরহী কবিতা রচনা করে শুতে গেলাম। প্রশ্ন রইলো প্রিয় কবি বন্ধুদের শুধু কি আমার বেলায় ই এরকম হয়েছে?