আমি না হয় একটু রাগী।
কথার চোটে তোপ দাগী।
কাউকে কি ফাঁসাই!
পথের মাঝে বসাই??
চলি নিজের মতো।

আমি না হয় একলা চলি।
নিজেই শুনি নিজেই বলি।
কাউকে কি জ্বালাই?
কথার ছুড়ি চালাই?
কাউকে করি ক্ষত?