আমি আর মামু।
চেটেপুটে খামু।
ঘেঁটে ঘেঁটে খামু!
হেটে হেটে খামু।
গোড়া কেটে খামু।
আগা ছেঁটে খামু।
নেড়েচেড়ে খামু।
কেড়েকেড়ে খামু।
মামু আর আমি
খাই আর নামি


আমি আর মামু।
খামু আর যামু।
ছেরে ছেরে খামু।
সেরে সেরে খামু।
পেড়ে পেড়ে খামু।
গেড়ে গেড়ে খামু।
লেহে লেহে খামু।
চেয়ে চেয়ে খামু।
ধেয়ে ধেয়ে খামু।
মামু আর আমি!
খেয়ে দেয়ে থামি।

আমি আর মামু।
শুধু খাওয়ার
কথা টাই কমু।
খেয়ে খেয়ে এসে,
খাটে উঠে শুমু।
সব বই ফেলে  
ফুড মেনু থুমু।
ভালো ভালো খাদ্য,
দেই শুধু চুমু।
খাদ্য দেন যিনি,
তার কাছে নুমু
প্রয়োজনে খেতে -
লড়ে যাবো শুমু(জাপানি কুস্তি)
মামু আর আমি
খাই আর ঘামি!


আমি আর মামু,
হাছা কথা কমু।
পেটে দিলে কিছু  -
পাশে পাশে রমু।
খাই খাই করে -
বিরোধী ধরমু।
ধরাশায়ী করে, -
পিঠেতে চরমু।
জান বাঁজি রেখে -
আপ্রাণ লড়মু।
মামু আর আমি,
খাই দামী দামী।

মামু আর আমি,
বহু নামি-দামি।
শুধু দোষ এই-,
খাদ্য- পাগলামি।

আমি আর মামু,
খামু আর যামু।
যেখানে যা পামু।

আমি আর মামু,
গাছের টা খামু।
তলার টা খামু।
আম- জাম খামু
তাল- ছাল খামু।
ডাব- ঝুনা খামু।
গাব -টুনা খামু।
কই- রুই খামু।
জবা- জুই খামু।
হাঁস- বাঁশ খামু।
ফার্ম-চাষ খামু।
মামু আর আমি,
পেটুক স্বামী।