আমাদের এই বাংলাদেশ,
সবার থেকে সেরা রে,,,।
বন বনানী তরুলতায়,
সবুজ ছায়ায় ঘেরা রে,,,।
আমাদের এই বাংলাদেশে
জাতপাতের নেই ভেদ রে,,,।
হিন্দু মুসলিম ভাই ভাই ,
দাঙ্গা -হাঙ্গামা নেই ছেদ রে,,,,,।
আমাদের এই বাংলাদেশ,
প্রভুর সেরা দান রে,,,
মাতৃভাষায় প্রাণ জুড়িয়ে,
গলা ছেড়ে গাই গান রে,,,।
আমাদের এই বাংলাদেশ,
বারো আওলিয়ার দোয়া রে,,,,।
মাঠে ঘাটে পথে প্রান্তরে,
প্রভুর করুনার ছোয়া রে,,,।
আমাদের এই বাংলাদেশ,
রক্ত দিয়ে কেনা রে,,,।
শহীদের রক্তে ফোরাত গড়ে,
শোধ করেছে দেনা রে,,,,।
আমাদের এই বাংলাদেশ,
শহীদ - গাজীর - বীরের রে,,,।
কামার,কুমার, কুলি,মুচি,
কৃষক, মজুর, পীরের রে,,।
আমার এই বাংলাদেশ,
নদী দিয়ে ঘেরা রে।
বানে আনা পলি মাটি বসে,
ফসল ফলে সেরা রে,,।
আমাদের এই বাংলাদেশ,
নয়তো কারো ই কামলা রে,,।
শান্ত হাতে অস্ত্র তুলে,
ঠেকাই শত্রুর হামলা রে,,।
২) বাংলা আমার মা,,,,
বাংলা আমার মা - বাংলায় কাঁদি হাসি,
হাজার ব্যাথা নিয়ে - বাংলা কে ভালোবাসি।
বাংলা আমার মা - বাংলার মাটি মেখে।
আমার নিথর দেহ - মাটিতে দিস ঢেকে।
বাংলা আমার মা - মায়ের ভাষা দিয়ে।
প্রভুর করুনা মাঙি- নাজাতের সুধা পিয়ে।
বাংলা আমার মা - বাংলায় গাই গান।
সকল দেশের সেরা- প্রভুর অসীম দান।
বাংলা আমার মা - বাংলার জল পিয়ে।
খোদার যিকির করি- মসজিদ -মঠে গিয়ে।
বাংলা আমার মা - দেয় যে ভীষণ সুখ।
যেই দেশে যাই আমি - বাংলায় জুড়ায় বুক।