আজব দেশের গজব খবর,
  শুনতে ই যদি চাও।
আসতে হবে কিন্তু চুপিসারে,
বলব শুধু  ই ফাও।

বসতে হবে  মাথা  ঠান্ডা রেখে,
  শুনবে কি দিল খুলে?
কাকগুলো সবই সাদা সেথায় ,
  শাদা রঙ সব চুলে!

মুরগির খোয়ার শেয়াল নানা,
  খুব ই যত্নে রাখে।
মোরগ রাজা তো  সকাল বিকাল,
  শেয়াল মারতে থাকে।

"কুকুর -শেয়াল শান্তি চুক্তি",
  শেয়াল শান্তি চায়,
"নির্ঘুম কুকুরের কষ্ট দেখা,"
ভীষণ বড়ো দায়!

কুকুর তাই রাতে ঘুমিয়ে পড়ে,
  শেয়াল রাত জাগে।।
উপরি কামাই   যেটাই হচ্ছে
   দুজনে ই নেয় ভাগে।

কুকুর - শেয়ালের মৈত্রী চুক্তি
  ফেলে দেয় বেশ সাড়া।
ইদুরের সাথে বিড়ালের তাই,
  চুক্তি  তে মনহারা!

বিড়াল তাই তো আয়েশে ঘুমায়,
ইদুর থাকে রাত জেগে!
ইদুর বিড়ালের সংসারে যে
  সুখ থাকে তাই লেগে!

শান্তি চুক্তির  জনক যিনি
পেলেন বেশ সুনাম।
নোবেল কমিটি শান্তির জন্য,
  প্রস্তাব করে নাম।

দেশের মুখ উজ্জ্বল করে,
  নোবেল পেলো কুকুর!
ধন্য, ধন্য, প্রশংসা করে,
কেউবা করে শুকুর!

,,,,,

( ২) আমেনার সুখ
,,,,,,,৷৷ ,,,,,,,,,,,,,,,,,

  আমেনা গো আমেনা,
খাট থেকে নামে না।
কথা যদি শুরু ই করে,
  একেবারে থামে না।

আমেনা গো আমেনা,
পানিতে যে নামে না,
একবার যদি নামে!
সারাদিনে থামে না।

আমেনা গো আমেনা,
কোন কাজে কামে না,
যদি লেগে ই যায়,
সারাদিনে থামে না!

আমেনা গো আমেনা,
ভালো কোন নামে না,
জামাই ফাঁকি দিলে-
কোন রাম- সামে না!

আমেনা গো আমেনা,
কারো কাজে ঘাঁমে না,
ক্ষুধা পেটে তবুও  
কারো আম, জামে না।

আমেনা গো আমেনা,
সাদা কোন চামে না,
যৌতুক দাবি করে,
বর যাত্রী নামে না!