নাম তার আবুল ফাতা,
বলে মুখে আসে যা তা।
সে নাকি তারেক জিয়ার,
গর্বিত জ্যেষ্ঠ জামাতা!
আবুল ফাতা আরো কয়,
হাসিনা -খালেদা নয়,
দেশ শাসন সে করলে -
হবে ই গৌরব গাঁথা।
আবুল ফাতা মাঝে মাঝে,
প্রধান মন্ত্রী সাজে।
বিএনপি আ:লীগ দল,
ভেঙে করে ছাতা নাতা।
ত্যাগী নেতা আবুল ফাতা,
গায়ে রেখে ছেঁড়া কাথা।
হাসিনা খালেদা কে নাকি,
দিবে বয়স্ক ভাতা!
আবুল ফাতা বিড়ি ফুকে,
কাগজে কি সব টুকে!
তার মন্ত্রী পরিষদে -
রবে নাকি খ্যাপা - মাথা?
আবুল ফাতা বলে মনে,
দুই নেত্রী অলুক্ষণে।
গদি নিয়ে লড়াই করে,
খুলছে ঘৃণার পাতা।