আবুল মিয়া চাঁন!
সবকিছু ই চান,
যত পান তত চান!
আরো বেশি করে আন।
গলা করে টান টান,
বেশি বেশি শুধু চান।
বরজের পান চান।
সরোজের ঘ্রাণ চান।
ক্ষেতের আইল চান,
বাতের ফাইল চান!
শুধু বলে আরো আন।
জমা করো থান থান।
যত পান তত খান।
খেয়ে বলে আরো আন।
পাতিল সমেত আন।
কাঁচে কুঁচে ঢেলে আন।
পানি দিয়ে গিলে খান।
মাঝে মাঝে ঝিলে খান।
একা একা গিলে খান।
নদীর তীর চান।
গদীর পীর চান।
মদির ক্ষীর চান।
দুদের মাঁখন চান।
হাতের কাঁকন চান।
ঝোলের মাখন চান।
সুদে মুলে ফুলে চান।
শুধু ঝুলে ঝুলে চান।
মাঝে মধ্যে গুলে খান।
একেবারে তুলে খান।
শুধু তিনি চান চান।
ইনি,তিনি, যিনি চান।
বুক ফেটে খান খান।
দিতে ডিগবাজি খান।
দিলে বেশ চোট পান।
পিলে চমকে যান।
আবুল মিয়া চাঁন
পুকুরের ঘাট চান,
তৃনলতা মাঠ চান।
রাখ ঢাক ঝাট চান।
আটে আট ষোলো চান।
আগা খেয়ে মুলে যান।
খেয়ে ধেয়ে ভুলে যান।
ভুলে ভুলে ফুলে যান
তুলে তুলে কুলে চান।
সিনা করে টান টান।
মন করে আন চান।
শুধু চান শুধু চান!
সুন্দরী বধু চান!
কঁচি ডেগা কদু চান!
,,,,,,,,
আবুল মিয়া চাঁন!
মন প্রাণ দিয়া চান।
১টা দিয়া বহু চান।
কোকিলের কুহু চান।
ষোড়শী 'র উহু চান!
ঘুরে ঘুরে ঊড়ে চান।
পেটে তার বেশ টান।
রাজনীতি- ভাঁজ নীতি
এটা তার মুল নীতি!
বড় পদে প্রেম প্রীতি,
পেতে গিয়ে চলে ভীতি! -
তাই তিনি বেশি পান!
রাশি রাশি খাশি খান!
জমি নিয়ে চাষি খান!
কখন যে ফাঁসী পান!
জন মুখে টের পান!
ভয়ে থর থর খান!
কানাডায় বাড়ি চান!
দেশে তাই আঁড়ি চান!
লন্ডনে ফাঁড়ি চান!
চেয়ে চেয়ে পেয়ে যান!
দেশ ছেড়ে তাই যান!
আবুল মিয়া চাঁন।
দেশ করে খান খান!
(এরকম হাজারো আবুল মিয়া চাঁন বাংলাদেশটা জোঁকের মতো চুসে,আবুধাবি, লন্ডনে, কানাডায় বেগম পাড়া বানিয়ে দেশটার বারোটা বাজিয়ে দিয়েছে। তাদের জন্য সাধারণ মানুষ আজ এক মুঠো ভাতের জন্য লড়াই করছে। এরকম আবুল মিয়া চাঁন দের জন্য রইলো একরাশ ঘৃণা)