আমার বাড়ি বন্ধুর বাড়ি
মাঝখানে চিত্রা নদী।
বন্ধুর সাথে হইতো দেখা
পাখি হইতাম যদি!
বন্ধু থাকে যে অচীনপুরে
দেখতে অনেক মানা।
হৃদয়-দর্পনে বদন ভাসে
নেই কারোই তা জানা!
বন্ধু বাজায় বাশের বাশি,
হৃদয়ে যে উঠে ঝড়।
ভেঙে চুরে তা একাকার করে
স্বপ্ন সুখের ঘর।
বন্ধু বলে মুখের বচন
মিষ্টি তোতার মতো।
মন্ত্রমুগ্ধ হয়ে শুনি তা
দু:খ ভুলি আছে যতো।।
বন্ধু যেথায় চলতে থাকে
শুধু দেহ খানা নিয়ে!
মন তো সে বহুকাল ধরেই
রেখেছে তো জমা দিয়ে!
বন্ধু আমি একই বৃন্তে
যেন ফোঁটা কোন ফুল!
মরণ ছাড়া ছিন্ন করতে
পারবেনা এক চুল!
বন্ধু থাকে যে যতই দূরে
থাকে যে আমার কাছে!
হৃদয় খুলে জোড়া দিয়েই
একক হয়েই আছে!
শীতের রাতে বন্ধু আমার
গায়ের নকশী কাথা!
গল্প করে নিশিত কাটাই
একই বালিশে মাথা!
বন্ধুর গায়ের ঘর্ম মুছি
প্রেমের আঁচল পেতে।
বন্ধুর জন্য অপেক্ষা করি
বনফুল মালা গেঁথে!
বন্ধু -আমি রাগের বশেতে
বিরহের গান গাই!
বন্ধু আমার রাগ ভাঙায়
আদরে তে চুমু খাই!
বন্ধু ঘুরুক কাজের মাঝে,
দিয়েছি সঁপে মনটা!
কবে যে হবে মধুর মিলন?
কখন হবে ক্ষণ টা?