আজ মন ভালো নেই,
চেনা শহরের চারিদিকে আজ নীরবতা সুনসান অন্ধকার।
প্রিয়ো দাদির কাছে শুনেছিলুম কঠিন মহামারী,কলেরাদের তাণ্ডব চিত্রের ইতিহাস,
লন্ড ভন্ড করে দিয়েছিল মানব জাতি কে সকল মানব শক্তিকে।

আজ যেনো পুনরায় সেই চিত্র ফুটে উঠেছে,
চারদিকে শুধু হাহাকার,মানুষের বেঁচে থাকার আকুতি!
লাশের মিছিলে আজ কুপোকাত পুরো বিশ্ব!
চারদিকে শুধু স্বজন হারানোর আর্তনাদ!

সত্যি বুকটা ফেটে উঠে!
ফুঁপিয়ে উঠে আজ চোখের জল,

হে বিশ্বের নেতৃত্ব এত সব ক্ষমতা আর অস্ত্রের ঝলকানি!
কোথায় গে‌লো আজ আপনাদের প্রতাপশালী!
এক ভাইরাসেই কুপোকাত!

বাংলায় চলছে লগডাউন দেখে মনে হচ্ছে শোডাউন,
সে যে দিনমজুরের পেটে হাত!
স্বাস্থ্যমন্ত্রী পাগলী দেখে মনে হচ্ছে ভণ্ডামী,
এ দেখি ক্ষমতার চরিত্র হরন !

কিছু তেল বাজ নেতাদের তাণ্ডবে,
ধান কাটার নাটক যাচ্ছে বয়ে,
হসপিটালে আজ সৈনিক রূপে ভাই ডাক্তার যুদ্ধের ময়দানে।

মহামারীর এই দিনে গরীবের ত্রাণের চাল গুলোও খাচ্ছে চেয়ারম্যান মেম্বার মিলে,
চোর তো চোরাই কে শোনে ধর্মের কথা!

দেশের এই ক্লান্তি কালে পুলিশ বাহিনীর আন্তরিকতায়,
সেনাবাহিনীর মানবতায় জানাই স্যালুট ভালোবাসায়।

আজ ঘরেই থাকবো বাঁচতে হবে আগামী দিনের আশায় ,
আবারও নতুন দিনের সূর্যের উড্ডয়ন হবে,
এই শহরের অলিতে গলিতে জমিয়ে আড্ডা হবে টং দোকানের চায়ের কাপে।