গঙ্গা প্রাসাদ মোর গায়,
মন মোর যেতে চায়!
সবুজ সেই মায়ায়,
বিস্তৃত তরুলতায়!
নীল সে খোলা আকাশ,
মৃদু সেই স্নিগ্ধ বাতাস!
রোদ্র উজ্জ্বল আলোয়,
গাংচিল উড়ে যায়!
ধান শিষের উদাস দোলায়,
চড়ুই, ময়না ও দোলা খায়!
আকাবাকা মেঠোপথে,
রাঙ্গা বঁধূয়া হেটে যায়!
খেজুর তলার সেই ঘাটে,
গঙ্গা নদীর সে মায়ায়!
11-08-15
সিংগাপুর