চলে গেছো তুমি,
অন্ধ জগৎ ধারায়!
রেখে গেছো কিছু সৃতি,
ধূলোমাখা!
যে গল্প কথার ঝলকে,
জয়ী করেছো এ বাঙালির হ্নদয়!
বিন্ধু মাত্র ভুলেনি!
এ বাঙালি তোমায়।
আজ ও আষাঢ়ের ঢলে!
ভেজা মাটির ঘ্রাণে,
অদ্ভুত আধাঁর রাতে!
জোনাক জ্বালা আলোয়!
আজ ও তোমাকে খোঁজে!
এ ধারায় ......!