কতদিন হলো মাগো তোমার,
পান্তা পেয়াজ খাইনা !
গরম ভাতের মাড়টুকু আর,
এখনতো মা দেখিনা !
কতদিন হলো মাগো তোমার,
চিতৌই পিঠা দেখি না!
নানান রকম সরষেবাটায়,
চোখদুটি মা ভাসে না!
কতদিন হলো মাগো তোমার হাতের,
দুধ মাখানো ভাত খাইনা !
কতো রকম খাবার এখন,
সেই সাধটুকু খুজে পাই না!
কতদিন হলো মাগো তোমার,
আঁচলের ঘ্রাণ খুজে পাই না!
মায়ার আচল দিয়ে এখন,
মুখের পানি মুছিয়ে দাওনা!
এখানে মাগো কেউ আমায়,
খোকা বলে ডাকে না!
তোমার খোকা সেতো আর,
আগের খোকা নাই মা !