তোমাকে দেখার পর মনে হয়;
শত শত নক্ষত্রদল আকাশে করে খেলা।
হারিয়ে যায় তারা যদি আকাশে করে মেঘ,
যেন অস্তিত্ব সংকটে ভোগে বিলীনতাকে করছে হেলা।
জানো তুমি,আমিও ও-ই নক্ষত্রদলের মতো;
হারিয়ে যাচ্ছি বিষন্নতার মেঘে।
হাসি মুছে গেছে বহুদিন, জীবন চুকিয়েছে সব দেনা।
অন্ধকার হয়ে আসছে জীবন, ঘোর ঘন তর বেদনা।
সমুদ্র করছে নিজ মনে জোনাকির আলোয় ঝিকমিক
মনে রেখো তুমি,এই বিপন্ন জীবনের ;
তুমিই বেঁচে থাকার টনিক।