বিচ্ছেদ মানেই সবকিছু শেষ নয়।
কোনোকিছু না থাকার মাঝেও,
কিছু কিছু স্মৃতি নিউরনে গেঁথে রয়।
তা বয়ে বেড়াই সারাজীবন।


মনের মন্দিরে যারে দিয়েছিলাম ঠাই,
জিজ্ঞাসিল সে আমাকে,
আমার জায়গা কোথায়?


তৃষ্ণার্ত চাহনিতে বলিল আমাকে, এতো হাসি খুশি তুমি
    সুখেই আছো বেশ।
মনে মনে ভাবি,
সমস্তই নিয়ে গেছো তুমি,করেছো নিঃশেষ ;
এখন যা দেখ তা সবই ছদ্মবেশ।


বলিলে তুমি, অন্যদিকে তাকিয়ে কথা বলছো কেন?
আমার দিকে তাকাও।
বলিলাম আমি,
"তোমার দিকে তাকাতে আমার ভয় হয়"
কিসের ভয়!
   তোমাকে ক্ষমা করার ভয়।


নীলক্ষা নীলের দিকে তাকিয়ে
                  বলিলে তুমি,
আমি চলে যাওয়ায় কষ্ট হয় না?
বলিলাম, "শূন্য বিয়োগে কষ্ট পায় না"।