পৃথিবীর আজ কঠিন অসুখ
যে অসুখ রাত হলেই বাড়ে,
হানা দেয় নিরীহ ছাত্র -জনতার দরবারে,
মুখোশের আড়ালে ঢেকে তার মুখ।

পৃথিবীর আজ কঠিন অসুখ
আজ, যারা মানুষ নয়,
তারাই মানুষ হিসেবে দেয় পরিচয়।
যারা বোবা,তারাই বেশি কথা কয়।
যোগ্যতার চেয়ে চাটুকারিতাকে দেয় প্রশ্রয়।
এমনকি পৃথিবীতে দুর্ভিক্ষ আসুক।

পৃথিবীর আজ কঠিন অসুখ
যারা সত্যের পথে চলে
তারাই আজ নির্যাতিত বলে;
বহুদিন পৃথিবী পায় নাকো সুখ।

পৃথিবীর আজ কঠিন অসুখ
ন্যাযতার চেয়ে
যেন,পদটাই বেশি প্রয়োজন
আঘাতে আঘাতে বিক্ষুব্ধ জনতার ;
শেষকৃত্যের করে আয়োজন।

এসেছে সময় অসুখ সারাবার
যে যেখানে আছো আওয়াজে;
আওয়াজে তুলো গণজোয়ার।।
মুক্তির নেশায়,স্বাধীনতার আশায়
আবারও হোক নব উত্থান।
শহীদের রক্ত বৃথা যেন না যায়
অধিকারের তরে যারা দিয়ে গেল প্রান।।