পুরুষের স্বপ্নগুলো যখন লন্ডভন্ড হয়;
তাও সেটা খুব সহজেই মেনে নিতে হয়।

পুরুষ পারে না কভু কাঁদতে
মনে হয় যেন তার চোখের জল;
বাঁধা আছে সমাজের অলিখিত সলজ্জ  প্রস্তরাঘাতে।

পেরিয়ে গেছে সে পৃথিবী ছাড়ি অসীম মহাকাশে
পেরুতে পারে নি এখনো চোখের জল;
বেঁচে থাকে সে রুদ্ধশ্বাস আর দীর্ঘশ্বাসে!

পুরুষের আজন্ম সলজ্জ স্বাধ হায়!
সে একটু মন খোলে চিৎকার করে কাঁদতে চায়।