আমি সূর্যকে দেখেছি
তাই,উনুনের আগুনে পাই না ভয়।
আমি উত্তাল-অশান্ত সমুদ্র দেখেছি
তাই,সামান্য ঢেউ ওঠা নদীকে কিসের ভয়?
আমি চন্দ্রমল্লিকার মতো রাজপথকে,
কৃষ্ণচূড়ায় রুপ নিতে দেখেছি।
তাই রক্ত জড়াতে কিসের ভয়?
আমি বাংলার বুকে অধিকার হারাতে দেখেছি,
তাই অধিকার ছিনিয়ে আনতে কিসের ভয়?
আমি বুলেটের আঘাতে ছিন্ন হয়ে যাওয়া ভগ্ন হৃদয় দেখেছি,
তাই, বন্দুকের নলের মুখে বুক পেতে দিতে কিসের ভয়?
আমি আমার ভাই-বোনকে প্রান দিতে দেখেছি,
তাই প্রান বাজি রাখতে কিসের ভয়?
আমি একদল সচেতন টগবগে তরুণদের দেখেছি
তাই স্বার্থন্বেষী জালিমদের কিসের ভয়?
প্রান দিতে শেখা হয়েছে যখন
পিঠ ফেরানোর নাই প্রয়োজন।
অন্যায়, অসাম্যের হোক সংস্কার,
ঘটিয়ে নবজাগরণ।