আমি শঙ্খচিল হবো,আমি একা দাঁড়িয়ে থাকা তালগাছ হবো।
আমি পানিতে ভেসে থাকা পদ্মফুল হবো,ভেসে থাকা পাতিহাঁস হবো।
সারাদিন ঘুরে বেড়াবো এই হাওড় থেকে ও-ই হাওড়ে,
তবুও আমি এখানেই থাকবো, যেখানে জন্মেছিলাম।


আমি কোনো দুপুরের আগুন রোদে;
উদাস প্রেমিকের বাঁশির সুর হবো।
আমি কোনো প্রেমিকার চোখের কোণে;
লেগে থাকা এক ফোটা অশ্রু হবো।
তবুও আমি এখানেই থেকে যাবো,যেখানে জন্মেছিলাম।


আমি জসীমউদ্দীনের নকশীকাঁথার মাঠ হবো।
আমি জীবনানন্দের বাংলাদেশ হবো।
আমি নজরুলের প্রতিবাদী সুরের বিদ্রোহী হবো;
জ্বালিয়ে পুড়িয়ে সব ছাড়খার করে
নিজের অধিকার আদায় করবো।
তবুও আমি এখানেই থাকবো, যেখানে জন্মেছিলাম।


আমি জন্ম হবো,
আমি প্রেমিক হবো;
আমি যুদ্ধ হবো;
আমি কান্না হবো;
আমি মৃত্যু হবো ;
যার প্রত্যয়ে সকল জয় আমার হবে,
অথচ কোনো কিছুই আমার নয়।