কোথায় গিয়ে দাঁড়াব?
কোথাও তো নিরাপত্তা নেই!

শীত আসে
কুয়াশায় সাজে পৃথিবী

রাষ্ট্র দখল নেয়
একটু উষ্ণতার জন্য
রক্ত—

প্রশ্নোত্তরে
ভুলের ফুলদানিতে
সাজিয়ে রাখে শুধু :
এক মিনিটের শোক...

কোথায় গিয়ে দাঁড়াব?
সারা পৃথিবীতে তো শোষকের
মাইন পোঁতা ।