লাথি লাথি আর লাথি
এটাই কি তবে সংস্কৃতি?

লাথির পাল্টা লাথির ঘাত
দুটোই তো ঘৃণ্যতম অপরাধ।

আমরা-ওরা'র তত্ত্ব ছাড়ো
চোরগুলোকে আগে ধরো।

আর কতদিন চলবে লাথি
দ্যাখো বাটি হাতে সরস্বতী!

এদল ওদল বিভেদ ভুলে
দুর্নীতিকে চড়াও শূলে।